সিইও তাহেরা আক্তার তমার সাক্ষাত্কার

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন তাহেরা আক্তার তমা। তিনি দাদা বাংলা লিমিটেডের সিইও এবং ডিরেক্টর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে ২০১৩ সালে স্নাতক এবং ২০১৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৪ সালে তিনি চীন সরকারের বৃত্তি নিয়ে, উহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে এম.বি.এ পড়তে আসেন। বর্তমানে তিনি চায়নার সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটিতে মিডিয়া কমিউনিকেশনে চীন সরকারের বৃত্তি নিয়ে পি.এইচ.ডি গবেষণা করছেন। শাংহাই আসার পর তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন। দাদা বাংলা লিমিটেড এ নিয়ে পঞ্চম বার চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণ করেছে। সিইও তাহেরা আক্তার তমার চোখে কেমন ছিল এবারের মেলা? চলুন, কথা বলি তাঁর সঙ্গে।

23-Dec-2024

চীন

বিশ্ব

অর্থনীতি